এক নজরে পাবনা ইসলামিয়া মাদরাসা
(দারুল আমান ট্রাস্ট কর্তৃক পরিচালিত)
০১। প্রতিষ্ঠাতা : আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুস সুবহান-সাবেক সংসদ সদস্য
০২। জমিদাতা : মরহুম আছির উদ্দীন সরদার।
০৩। অধ্যক্ষ : মো: ইকবাল হুসাইন।
০৪। অবস্থান : দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাস ( কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন) লস্করপুর, পাবনা।
০৫। প্রতিষ্ঠাকাল : ১৯৯৩ খ্রীষ্টাব্দ
০৬। প্রাতিষ্ঠানিক স্তর : শিশু শ্রেণি থেকে আলিম শ্রেণি (প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত।
০৭। মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা : ১৪৩০ জন (ছাত্র : ১১৪০ জন, ছাত্রী : ২৯০ জন)
০৮। ফলাফল : বাংলাদেশ মাদরাসা বোর্ড কর্তৃক ঘোষিত ফলাফলের ভিত্তিতে সারা দেশের মধ্যে ২য় শীর্ষস্থানীয় মাদরাসা।
০৯। বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা : ১৩৯ জন।
১০। জাতীয় দিবস পালন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শিশু দিবস, স্বাধীনতা দিবস, শোক দিবস, বিজয় দিবস, নববর্ষসহ সকল জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়।
১১। শিক্ষক : ১) এম.পি.ও ভুক্ত : অধ্যক্ষ : ০১ জন।
সহকারি অধ্যাপক : ০৩ জন।
প্রভাষক : ০৭ জন।
সহকারি শিক্ষক : ১৪ জন।
২) নন এম.পি.ও : সহকারি শিক্ষক : ১২ জন।
১২। কর্মচারি: ১) ৩য় শ্রেণির কর্মচারি : ০২ জন।
২) ৪র্থ শ্রেণির কর্মচারি : ০২ + ০৬ = ০৮ জন।
১৩। কম্পিউটার ল্যাব : ১টি, ছাত্র-ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণের জন্য একটি সুসজ্জিত কম্পিউটার ল্যাব আছে।
১৪। ICT ক্লাসরুম : ১টি, প্রজেক্টরের মাধ্যমে Digital Content এর ক্লাস নেওয়ার ব্যবস্থা রয়েছে।
১৫। বিজ্ঞানাগার : আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ একটি বিজ্ঞানাগার আছে।
১৬। পাঠাগার : একটি সুসজ্জিত, সুপরিসর ও সমৃদ্ধ পাঠাগার আছে।
১৭। ভবন : ২টি একাডেমিক ভবন ও ১টি হোস্টেল ভবন আছে।
১৮। হোস্টেল : ২২৫ সিটের ৪ তলা বিশিষ্ট হোস্টেল ভবন আছে।
১৯। খেলার মাঠ : মাদরাসা বিল্ডিং-এর সম্মুখে একটি প্রশস্ত খেলার মাঠ আছে।
২০। মসজিদ : তিন তলা বিশিষ্ট একটি মসজিদ রয়েছে। এছাড়া আরো একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণাধিন রয়েছে।