লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ক্রীড়ার বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হয়। “ক্রীড়া শরীর ও মনকে প্রফুল্ল রাখে।” এ মন্ত্রে উজ্জীবিত হয়ে প্রতি বছর মাদরাসার ছাত্র-ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আকর্শণীয় প্ররস্কার প্রদান করা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা কর্তৃক আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানে ছাত্ররা অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখে রলেছে।