13
Dec
দেশে ১২তম পাবনা ইসলামিয়া মাদ্রাসা
এবারও পাবনা ইসলামিয়া মাদ্রাসা ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় শতভাগ সাফল্যসহ রাজশাহী বিভাগের শীর্ষে এবং দেশের ১২তম স্থান অধিকার করেছে। এবার মাদ্রাসা থেকে ১৩১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩১ জনই কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এদের মধ্যে ২৭ জন জিপিএ ৫ পেয়েছে। ৯২ জন পেয়েছে এ গ্রেড, এ মাইনাস পেয়েছে ১০ জন, বি গ্রেডে উত্তীর্ণ হয়েছে ১ জন এবং ১ জন শিক্ষার্থী পেয়েছে সি গ্রেড। এই সাফল্যে মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইন ও উপাধ্যক্ষ মাওলানা আবদুল লতিফ সন্তোষ প্রকাশ করে বলেন, সবার সহযোগিতা পেলে আগামীতেও এর চেয়ে ভালো ফল বয়ে আনা সম্ভব হবে। তারা মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে সবার আন্তরিক সহযোগিতা ও সুচিন্তিত পরামর্শ কামনা করেন।