06
Jun
পঞ্চম শ্রেণির ছাত্র নূর মোহাম্মদ নিলয় পানিতে ডুবে মৃত্যুবরণ
পঞ্চম শ্রেণির ছাত্র নূর মোহাম্মদ নিলয় পানিতে ডুবে মৃত্যুবরণ
পাবনা ইসলামিয়া মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র নূর মোহাম্মদ নিলয়, গত ৫ মে,২০২২ আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে পানিতে ডুবে মৃত্যুবরণ করে ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। সে ঈশরদি উপজেলার বড়ইচড়া গ্রামের আবু হাসান লিটনের ছোট ছেলে। নিলয় পাবনা শহরের লস্করপুর এর একটি ছাত্রাবাসে থেকে মাদ্রাসায় লেখাপড়া করতো।গতকাল বিকেলে খেলা শেষে পুকুরে গোসল করতে নামে নিলয়, গোসলের একপর্যায়ে পানিতে ডুব দিয়ে সে অার ওঠে না। পরে সাথীদের চেঁচামেচিতে স্থানীয় শ্রমিকেরা খোঁজাখুঁজি করে পানি থেকে নিলয় কে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিলয়ের আকস্মিক মৃত্যুতে পাবনা ইসলামিয়া মাদরাসা পরিবার গভীর শোক প্রকাশ ও তার রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। গত ৬ জুন, সকাল ১০টায় তার নামাজে জানাজ ও দাফন সম্পন্ন হয়।।