আলোকিত জীবন গড়তে বেশি বেশি বই পড়ার বিকল্প কোন মাধ্যম নাই। পড়ার জন্য চাই পাঠাগার। ছাত্রদের পাঠ্য বই পাঠের পাশাপাশি জ্ঞানে গুণে সমৃদ্ধ হওয়ার জন্য মাদরাসায় গড়ে তোলা হয়েছে একটি পাঠাগার। এখান থেকে যথাযথ নিয়ম অনুসরণ করে ছাত্ররা পাঠ্য বইসহ অন্যান্য পুস্তকাদি সংগ্রহ করে জ্ঞান অর্জন করে থাকে। এখানে গল্প, উপন্যাস, নাটক, ইতিহাস, বিজ্ঞান, ভূগোলসহ জ্ঞান অর্জনের জন্য সকল স্তরে সমৃদ্ধ পুস্তক রয়েছে, যা ছাত্রদের চাহিদা পূরণে সমর্থ। এ ছাড়া শিক্ষার্থীদের দৈনন্দিন সংবাদ জানার জন্য বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও সাময়িকী রাখা হয়।