Blog Single

09 Jun

পাবনা ইসলামিয়া আলিম মাদ্রাসার পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাবনা ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল ও আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল গতকাল ৯ জুন মাদ্রাসার আছির উদ্দিন সরদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা ছাত্র মেহেদী হাসান এর পরিচালনায় মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান, প্রফেসর ডক্টর নাসির উদ্দিন, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ, মাওলানা আব্দুল লতিফ, সহকারী অধ্যাপক, মাওলানা আব্দুস শাকুর প্রভাষক, আব্দুল্লাহ আরিফ ও শরিফুল ইসলাম আজাদ ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন নাজমুল হক ও ফাহিম ফয়সাল নাবিল।

প্রধান অতিথি ড. নাসির উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক শিক্ষার্থীর প্রধান কাজ হলো, জ্ঞানের আলোতে নিজেকে বিকশিত করে দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে রাষ্ট্রীয় সম্পদে পরিণত করা।

তিনি আরো বলেন, প্রত্যেক নাগরিকের দায়িত্ব নিজ নিজ স্থান থেকে রাষ্ট্রীয় কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করা।

প্রধান অতিথি বলেন, দ্বীন ইসলামের জ্ঞান চর্চা বেশি বেশি করতে হবে এবং কোরআন ও হাদিসের আলোকে নিজের জীবন রাঙাতে হবে। প্রচার ড. নাসির উদ্দিন এর বক্তব্য এর পরে পরীক্ষার্থীদের নিয়ে মহান আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করেন।

নিউজ বিভাগে আরও পড়ুন