পাবনা ইসলামিয়া মাদ্রাসার শিক্ষকের মৃত্যু
দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পাবনা দারুল আমান ট্রাস্ট কর্তৃক পরিচালিত পাবনা ইসলামিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক নজরুল ইসলাম (৪৫) গতকাল বেলা ১২ ঘটিকার সময় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন এ খবর ছড়িয়ে পড়লে তার দীর্ঘদিনের কর্মস্থল পাবনা ইসলামিয়া মাদ্রাসায় শোকের ছায়া নেমে আসে।,
পারিবারিক সূত্রে জানা যায় গত ১০থেকে ১২ দিন আগে ঠান্ডা জনিত কারণে প্রথমে স্থানীয় ডাক্তার ও পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হলে করোনা রিপোর্ট পজিটিভ আসে শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরিত করলে সেখানকার হাসপাতালে করোণা ইউনিটে তার মৃত্যু হয়।
পাবনা ইসলামিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক নজরুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাবনা ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ইকবাল হোসাইন তিনি বলেন সদা অমায়িক অত্যন্ত ভদ্র স্বভাবের একজন সহকর্মীকে আমরা হারালাম , তিনি পাবনার সিংগায় বসবাস করতেন তার পিতা আলহাজ্ব মাজহারুল ইসলাম। মৃত্যুকালে বাবা-মা স্ত্রী দুই মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন