ভর্তি
ইবতেদায়ী ও দাখিল স্তরে প্রতি বছর জানুয়ারি মাসে এবং আলিম শ্রেণিতে মাদরাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশের পর যথানিয়মে ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র/ছাত্রী ভর্তি করা হয়। ভর্তির জন্য নির্ধারিত সময় ব্যতীত অন্য কোন সময়ে ছাত্র/ছাত্রী ভর্তি করা হয় না। শিশু-৫ম শ্রেণি পর্যন্ত ছাত্র/ছাত্রী ভর্তি করা হয়। ৬ষ্ঠ শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত শুধুমাত্র ছাত্র ভর্তি করা হয়ে থাকে।
ভর্তি ফরম
প্রতি বছর ০১ ডিসেম্বর থেকে ভর্তি ফরম ও প্রসপেক্টাস অফিস থেকে সংগ্রহ করা যায়। সাপ্তাহিক ও বিশেষ ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ২.০০ টার মধ্যে নির্ধারিত ফি এর মাধ্যমে ভর্তি ফরম সংগ্রহ করা যায়।
ভর্তি পরীক্ষা
ভর্তি ফরম পূরণ করে নির্ধারিত তারিখে জমাদানকারী শিক্ষার্থী প্রবেশ পত্র সংগ্রহ করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। নিম্নে উল্লেখিত মান অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়-
১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত | আলিম শ্রেণি (সাধারণ) | আলিম শ্রেণি (বিজ্ঞান) |
আরবি: ১৫ নম্বর বাংলা: ১০ নম্বর ইংরেজি: ১০ নম্বর গণিত: ১০ নম্বর সাধারণ জ্ঞান: ০৫ নম্বর |
কুরআন: ১০ নম্বর বাংলা: ১০ নম্বর আরবি: ১০ নম্বর ইংরেজি: ০৫ নম্বর সাধারণ জ্ঞান: ০৫ নম্বর মৌখিক: ১০ নম্বর |
বাংলা: ০৫ নম্বর পদার্থ: ১০ নম্বর আরবি: ১০ নম্বর রসায়ন: ১০ নম্বর সাধারণ জ্ঞান: ০৫ নম্বর মৌখিক: ১০ নম্বর |
মোট = ৫০ নম্বর | মোট = ৫০ নম্বর | মোট = ৫০ নম্বর |
সর্বাধিক নম্বর প্রাপ্ত ছাত্র/ছাত্রী দ্বারা আসন পূরণ করা হয়।
শিশু শ্রেণিতে মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হয়।
ভর্তি ফি
ভর্তি কমিটি কর্তৃক নির্বাচিত শিক্ষার্থী নির্দিষ্ট তারিখের মধ্যে নির্ধারিত ফি প্রদান করে কাঙ্খিত শ্রেণিতে ভর্তি হতে পারবে। ভর্তি ফি, ভর্তি কমিটি ও মাদরাসার বার্ষিক বাজেট কমিটি কর্তৃক প্রতি বছর সুনির্দিষ্ট হারে নির্ধারিত হয়ে থাকে। ছাত্র-ছাত্রীরা তাদের কাঙ্খিত শ্রেণিতে উক্ত নির্ধারিত ফি প্রদান পূর্বক ভর্তি হতে পারবে।