দেশের গুরুত্বপূর্ণ, ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত স্থানসমূহ যেমন : কক্সবাজার সমুদ্র সৈকত, রাঙ্গামাটি, সাজেকভ্যালী, খাগড়াছড়ি বান্দরবন, সেন্টমার্টিন দ্বীপ, লংগদু, মাইনিমুখ, চট্টগ্রাম ফয়েসলেক, মাধবকুন্ড, চিম্বুক পাহাড়, নীল গিরি, শ্রীমঙ্গল, জাফলং, তামাবিল, সুন্দরবন, বাগেরহাট, মংলা, কুয়াকাটা, স্বপ্নপুরী, ভিন্নজগৎ, বাংলাবান্ধা, মহাস্থানগড়) শিক্ষা সফরের ব্যবস্থা করা হয়। ইতোমধ্যে ২০০৩, ০৪, ০৫, ০৭, ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৬, ১৭ ও ২০১৮ শিক্ষা বর্ষে উল্লেখিত স্থানসমূহে শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।