অধ্যক্ষের বাণী

ব্যক্তি, সমাজ সর্বোপরি জাতীয় উন্নয়ন ও অগ্রগতির প্রথম সোপান হলো শিক্ষা। শিক্ষার মাধ্যমে সমৃদ্ধ দেশ গঠনের জন্য সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক তৈরী হয়। শিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা, মানবতা ও মূল্যবোধের বিকাশ সাধিত হয় না। পাবনা ইসলামিয়া মাদরাসা তার প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের সৎ, চরিত্রবান, মানবিক মূল্যবোধ সম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ব্যাপক ভূমিকা পালন করে চলেছে।

পাবনার বিশিষ্ট সমাজসেবক, ইসলামী চিন্তাবিদ ও জাতীয় সংসদ সদস্য মাওলানা মুহাম্মদ আব্দুস সুব্হান সাহেব দারুল আমান ট্রাস্টের মাধ্যমে ১৯৯৩ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। মাদরাসা প্রতিষ্ঠার কাজ যিনি ত্বরান্বিত করেছিলেন তিনি হলেন, বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ্ব আছির উদ্দিন সরদার সাহেব। যার দানকৃত সাড়ে সাত বিঘা জমির উপরেই মাদরাসাটি প্রতিষ্ঠিত। আমি তাঁর রূহের মাগফেরাত কামনা করছি। তিনি যেন জান্নাতুল ফেরদৌস লাভ করেন।

ইতোমধ্যে মাদরাসাটি ব্রিটিশ কাউন্সিলের কানেকটিং ক্লাশ রুমের অন্তর্ভুক্ত হয়ে শিক্ষণ আন্তর্জাতিকতা বিশেষ করে গ্লোবালাইজেশন ও আন্তর্জাতিক ডাইমেনশনসহ ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান আন্তর্জাতিক মানে উন্নিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ২০১০ সালে দাখিল পরীক্ষায় মাদ্রাসাটি রাজশাহী বিভাগে ১ম স্থান ও আলিম পরীক্ষায় সারাদেশের মধ্যে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে। এছাড়াও মাদরাসাটি দাখিল পরীক্ষা ২০১১ তে সারাদেশের মধ্যে ২য় স্থান অর্জন করেছে। এ বছর সরকারী বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৩৯ জন।

হাঁটি হাঁটি পা পা করে প্রতিষ্ঠানটি তার ২৫ বছর অতিক্রম করেছে। প্রতিষ্ঠানটির জন্য যা বড় কোন সময় নয়। এই অল্প সময়ের ব্যবধানে মাদরাসাটিতে সাধারণ শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও কম্পিউটার শিক্ষারও ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে মাদরাসায় আলিম স্তর পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু আছে। ভবিষ্যতে মাদরাসাটিকে সম্পূর্ণ আবাসিক কামিল মাদরাসাতে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। নানা প্রতিকুলতার মধ্যে স্বল্প সময়ের ব্যবধানে অর্জিত সুনাম, সুখ্যাতি ও ব্যতিক্রমধর্মী শিক্ষা পদ্ধতির কারণে মাদরাসার ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১৪০০-এ উন্নিত হয়েছে। আরো আনন্দের সাথে জানাচ্ছি যে, ইতোমধ্যে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার লাভ করেছে। এ সবই সম্ভব হয়েছে মহান আল্লাহ্র মেহেরবাণীতে, দারুল আমান ট্রাস্টের সম্মানিত সদস্যবৃন্দ, মাদরাসার একদল নিবেদিত প্রাণ শিক্ষকমণ্ডলী, ছাত্র, অভিভাবক ও সর্বস্তরের জন সাধারণের সার্বিক সুদৃষ্টি আন্তরিক প্রচেষ্টা এবং ঐকান্তিক ভালবাসার দরুন। এছাড়া দেশি-বিদেশি অসংখ্য শুভানুধ্যায়ী ও বিভিন্ন সংস্থার আন্তরিক সহযোগিতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশে দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারে সর্বস্তরের জনগণ আরো আন্তরিকতার সাথে এগিয়ে আসবেন, এই কামনা করছি।

ইকবাল হুসাইন
অধ্যক্ষ